নরসিংদীর চরাঞ্চলে নিখোঁজের একদিন পর নদীতে মিলল বৃদ্ধার মরদেহ

স্টাফ রিপোর্টার: 

নরসিংদীর চরাঞ্চলে নিখোঁজের একদিন পর মেঘনার শাখা নদীতে রাবেয়া বেগম নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার মরদেহ পাওয়া গেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। নিহত বৃদ্ধা রাবেয়া বেগম আলোকবালী ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী।

রবিবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে নরসিংদী সদর উপজেলা আলোকবালী ইউনিয়নের পাগলা বাড়ির ঘাটে ওই বৃদ্ধা মহিলার মরদেহটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে করিমপুর নৌপুলিশের উপস্থিতিতে নরসিংদী সদর মড়েল থানার এএসআই আলোকবালী ইউনিয়নের বিটের অফিসার লুত্ফুর সঙ্গীয়পুলিশসহ নিহতের মরদেহ উদ্ধার করে।

তবে বৃদ্ধা ওই নারীর মৃত্যূর বিষয়টি নিছক কোন দূর্ঘটনা নয় এটা একটি পরিকল্পিত হত্যা বলে দাবী করেন তার মেয়ে রানী আক্তার ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বিকেলে আলোকবালী ইউনিয়নের পাগলা বাড়ির ঘাটের পাশে বৃদ্ধা এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। মরদেহ ভাসতে থাকার খবরে নিহতের মেয়ে রাণী বেগমও ঘটনাস্থলে ছুটে আসে এবং তার মাকে সনাক্ত করে। পরে স্থানীয়রা জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯ ফোন করলে রাত সাড়ে আটটার দিকে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *