মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু) বলেন, নারায়ণগঞ্জ ঢাকা থেকে সবচেয়ে কাছের জেলা। কিন্তু দুঃখের বিষয়, যাদের একটু অর্থবিত্ত হয়, তারা ঢাকা চলে যায়।
কারণ, নাগরিক সুবিধা থেকে অনেক বঞ্চিত। ভালো মানের শোরুম নেই, স্কুল ও হাসপাতাল নেই। নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করতে পারলে সবকিছুই ভালো হবে। যার ফলে রিয়েল এস্টেট ব্যবসার পরিধিও আরও বাড়বে।
রোববার (১২ অক্টোবর) বিকেল ৪ টার দিকে নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স এসোসিয়েশনের “বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম”-এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
এ সময় সভায় নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স এসোসিয়েশনের সভাপতি নাসির হায়দার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও নারায়ণগঞ্জ ক্লাব লি প্রেসিডেন্ট আলহাজ্ব এম. সোলাইমান, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট মো. সেলিম সারোয়ার, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন সভাপতি বদিউজ্জামান বদু, সহসভাপতি গোলাম সারোয়ার সাঈদ, বাংলাদেশ রি রুলিং মিলস অ্যাসোসিয়েশন জয়েন সেক্রেটারি মাহাবুবুর রহমান জুয়েল, এন-রিডা সাবেক সভাপতি হারুন অর রশিদ, এস. এম. পাবেল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এন-রিডা এবং এন-রিডা আর্গানাইজার সেক্রেটারি রেজোয়ান মেহেদী।
এ সময় নারায়ণগঞ্জ রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি শাহাবুদ্দিন তালুকদারের জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান পালন করা হয়।
দিপু ভূইয়া বলেন, যে কোনো বিষয়ে মানসম্পন্ন কাজ করা যায়, তখন ফলাফল সব সময় ভালো হয়। রিয়েল এস্টেট ব্যবসার গুণগত মান ধরে রাখতে হবে। নিজের ক্ষতি হলেও মান বজায় রাখতে হবে। বহু ভবন নির্মাণের ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, আমরা সকলে মিলে চেষ্টা করবো তা সহনীয় পর্যায়ে নিয়ে আসার। প্রয়োজনে একদিন নির্ধারিত করে রাজউকের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হবে।
তিনি যোগ করেন, “নারায়ণগঞ্জকে নিয়ে স্বপ্ন দেখি। নারায়ণগঞ্জ দেখে ঢাকা হয়েছে। আমরা সবাই মিলে নারায়ণগঞ্জটাকে সাজাবো। আবার সবাই এই নারায়ণগঞ্জে ফিরে আসবে যদি সব নাগরিক সুবিধা নিশ্চিত করতে পারি।”