নাটকের মতোই সিনেমাতেও ভালোবাসা চান তটিনী

স্বাধীন বিনোদন ডেস্ক:

 

অল্প কয়েক বছরেই দর্শকের কাছে নিজের অভিনয় এবং হাসির মাধ্যমে সবার প্রিয় হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। যদিও তিনি মূলত ছোট পর্দার নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন, তবুও দর্শকরা বড় পর্দায় তাঁকে দেখতে মুখিয়ে রয়েছেন।

সূত্র জানায়, ইতিমধ্যে কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন তটিনী। তবে বিনয়ের সঙ্গে তিনি সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তটিনী জানান, এখনই তিনি বড় পর্দায় আসতে চান না। তিনি নিজেকে আরও পরিণত করে, যথাযথ প্রস্তুতি নিয়ে এই মাধ্যমে প্রবেশ করতে চান।

নিজের অবস্থান নিয়ে তটিনীর বক্তব্য:
তটিনী গণমাধ্যমকে বলেন,

“এখন মন দিয়ে নাটক করছি। আরো অভিজ্ঞতা হোক। নাটকে যে ভালোবাসা পাচ্ছি, যখন সিনেমায় আসব আমি চাই, মানুষ যেন একইভাবে আমাকে ভালোবাসা দেয়।”

তিনি আরও বলেন,

“শুরু থেকে আমি পরিচালক, সহশিল্পী দেখতাম না। সবার আগে নজর দিতাম গল্প, স্ক্রিপ্ট ও সংলাপে। কারণ এগুলো ভালো হলে দিনশেষে কাজটা ভালো হয়।”

কোয়ালিটিকে অগ্রাধিকার:
তটিনীর মতে, কাজ কম হোক, কিন্তু সেই কম কাজের কোয়ালিটি অবশ্যই বজায় থাকুক। তিনি বলেন,

“কাজ কম করলেও কোয়ালিটি দেখে করছি। যেগুলো করছি যেন মানসম্মত হয়, সেদিকে খেয়াল রাখছি। আসলে কাজ তো দর্শকদের জন্য করি। তাদের সাপোর্ট পেলে ভালো কাজের অনুপ্রেরণা আরো বাড়বে। তাই দর্শকদের কাছে তাদের সাপোর্ট ও দোয়া কামনা করি।”

ছোট পর্দার নাটকে ইতিমধ্যেই নিজের দক্ষতা ও অভিনয়শৈলীর মাধ্যমে সমাদৃত তটিনী, বড় পর্দায় আসার আগে এই ভিত্তি আরও শক্ত করতে চাইছেন। দর্শকরাও অপেক্ষায় রয়েছেন, কবে তারা ছোট পর্দার এই প্রিয় মুখকে বড় পর্দায় দেখতে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *