নান্দাইলে ‘জাতীয় কন্যা শিশু দিবস ও স্বপ্নসারথি’ গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

মনজুরুল ইসলাম: 

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসন ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) কর্তৃক স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান (৮ অক্টোবর) রোজ বুধবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিনা সাত্তার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব রাশিদা রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব সেলিম রেজা। এছাড়াও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডু (ময়মনসিংহ) ও শামীমা আক্তার, অফিসার সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা কর্মসূচি নান্দাইল, উপস্থিত ছিলেন।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ, অভিভাবক ও বিভিন্ন ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের ভূমিকার প্রশংসা করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “তোমরা যারা বাল্যবিয়ের ঝুঁকি থেকে মুক্তি পেয়েছ, তারা শুধু নিজেদেরই নয়, তাদের পরিবারকেও দায়িত্ব নিতে সক্ষম হবে। একজন নারী সুযোগ পেলে পুরুষের চেয়েও বেশি অংশগ্রহণ করতে পারে সমাজ উন্নয়নে।”

গ্র্যাজুয়েট কিশোরীদের প্রতি তিনি আহ্বান জানান, “তোমরা ব্র্যাক থেকে জীবন দক্ষতা সেশন পেছ, সেসব দক্ষতা যেন তোমরা আশেপাশের যত ঝরে পড়া কিশোরীর মধ্যে শেয়ার কর, এবং ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব গঠনে অংশগ্রহণ কর।” এছাড়াও তিনি বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের ভূমিকা এবং অফিসার সামাজিক ক্ষমতায়ন ও আইনের সুরক্ষা শারমিন আক্তারের বিভিন্ন ধরনের প্রশংসা তুলে ধরেন।

নান্দাইলে ৮টি গ্রামের ১৩ থেকে ১৭ বছর বয়সী স্বপ্নসারথি কিশোরীদের নিয়ে ২৭টি জীবন দক্ষতা মূলক সেশন পরিচালনা করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে এই কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। আজকের অনুষ্ঠানে যারা বাল্যবিয়ে নামক ব্যাধি থেকে নিজেদের মুক্ত রেখে ১৮ বছর পূর্ণ করেছে, সেই সকল স্বপ্নসারথি কিশোরীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *