মনজুরুল ইসলাম:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোঃ রফিক উদ্দিনের ছেলে নিরীহ যুবক মোঃ ইয়াসিন আরাফাত (সাগর) কে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও জেল হাজতে প্রেরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(২৩ জুলাই) রোজ বুধবার বেলা ১২টায় বাহাদুরপুর আমতলা এলাকায় ইয়াসিন আরাফাত সাগরের পরিবারের সদস্য ও এলাকাবাসীর আয়োজনে এক মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মোঃ স্বপন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন মোঃ রাসেল মিয়া, সাবেক আনসার কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন, মোঃ কাজল সরকার ও আনোয়ারুল জুয়েল।
বক্তারা বলেন, ইয়াসিন আরাফাত সাগরের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একজন নিরপরাধ যুবকের জীবন ধ্বংসের অপচেষ্টা কখনোই মেনে নেওয়া যাবে না।
তারা আরও বলেন, অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইয়াসিন আরাফাত সাগরের মুক্তি নিশ্চিত করতে হবে এবং যারা ষড়যন্ত্রে জড়িত, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন ও সমাবেশ থেকে বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং বিষয়টি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।