মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে গেটকো কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী ও সাধারণ কৃষকরা। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের আমবাগ চৌরাস্তার স্কাই ড্রাগস কোম্পানির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শতাধিক কৃষক ও স্থানীয় অধিবাসীরা অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গেটকো বা স্কাই ড্রাগস নামের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের জমি জোরপূর্বক দখল করে আসছে। সম্প্রতি কোম্পানিটি কৃষি জমি বালি ভরাট করে শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নেয়, যার ফলে উর্বর কৃষিজমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়ছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষকরা অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষের জমি বেআইনিভাবে দখল করে নেওয়া হচ্ছে এবং তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগীরা—আবু সাঈদ মোল্লা, লিটন বেপারী, তোমার ভূঁইয়া, মোয়াজ্জেম মোল্লা, দেওয়ান আনমন, বাতেন মোল্লা প্রমুখ। তারা সবাই অভিযোগ করেন যে, তাদের বৈধ মালিকানাধীন জমি এখন কোম্পানির বাউন্ডারির ভেতরে পড়ে গেছে। মানববন্ধনে বক্তারা বলেন, “এই কোম্পানি এলাকার কৃষকদের সর্বনাশ করে দিচ্ছে। একসময় যেখানে ধান, পাট, সবজি উৎপাদন হতো, সেখানে এখন বালি ফেলা হচ্ছে। এতে কৃষকের জীবিকা হুমকির মুখে পড়েছে।”
এ সময় তারা ভূমি দস্যু ও প্রভাবশালী মহলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বক্তারা আরও বলেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। এলাকাবাসীর দাবি, এই অবৈধ দখল ও বালি ভরাট কার্যক্রম বন্ধ করে কৃষিজমি পুনরুদ্ধার করতে হবে এবং দোষীদের আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধনে অংশ নেওয়া এক কৃষক বলেন, “আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জমিতে চাষাবাদ করে বেঁচে আছি। এখন একটি কোম্পানি এসে আমাদের জীবিকা ধ্বংস করে দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
এলাকাবাসী সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন যেন অবিলম্বে তদন্ত করে কোম্পানির বেআইনি কর্মকাণ্ড বন্ধ করে কৃষকদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়।