মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের জন্য এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন খান এবং কেন্দ্রীয় মহাসচিব মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক কামরুল হাসান।
জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, “আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে সরকারের রাজস্ব সংগ্রহে নিরলসভাবে কাজ করেছেন, আপনারাই প্রশাসনের মূল চালিকাশক্তি। দেশের সেবায় আপনারা যে সময় ও শ্রম দিয়েছেন, তা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে। ভবিষ্যতে আপনারা পরিবারের সঙ্গে সময় কাটাবেন, সন্তানদের প্রতি মনোযোগী হবেন এবং দেশের কল্যাণে সমাজে অবদান রাখবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ভূমি কর্মকর্তাদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয় এবং তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।