মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ২১ অক্টোবর ২০২৫ তারিখ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গণপিটুনিতে নিহত আবু হানিফ (৩০) হত্যার সাথে সরাসরি জড়িত তিনজন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ বাহার (৩৬), পিতা- ফরচান, মাতা- সায়েস্তারা, বাসা- টনকী, থানা-মুরাদ নগর, জেলা-কুমিল্লা, বর্তমানে- ডন চেম্বার মোবারক ভিলার ভাড়াটিয়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
২. মোঃ মুশফিকুর রহমান জিতু (২৯), পিতা- শফিকুর রহমান মুনা, মাতা- জেসমিন রহমান, বাসা- ১০৪ নবাব সিরাজউদ্দৌলা রোড, মেট্রো হল, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
৩. মোঃ সাইদুল ইসলাম (২৫), পিতা- ফরচান, মাতা- সায়েস্তারা, বাসা- টনকী, থানা-মুরাদ নগর, জেলা-কুমিল্লা, বর্তমানে- ডন চেম্বার মোবারক ভিলার ভাড়াটিয়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, ঘটনার সময়ের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এ তিন আসামিকে সরাসরি ঘটনায় জড়িত থাকা সাপেক্ষে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যার এই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য কঠোরভাবে কাজ করছে। তদন্তে সকল প্রমাণ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দ্রুত বিচার নিশ্চিত করতে কর্মকর্তারা সচেষ্ট।