মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চলা মাদক ব্যবসার বিরুদ্ধে অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতরা হলেন নবীগঞ্জ বাগবাড়ি এলাকার মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলে চায়ের দোকানের মালিক আমির হোসেন (৫৫) এবং নরসিংদী জেলার সদর থানার বীরপুর এলাকার মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে দোকান কর্মচারী হৃদয় (২৫)।
অভিযানকালে আমির হোসেনের দেহ তল্লাশি করে ৬০ পুড়িয়া (৩৫০ গ্রাম) এবং কর্মচারী হৃদয়ের কাছ থেকে ১০ পুড়িয়া (৫০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করে পুলিশ।
ঘটনার বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং ২১ (১০) ২৫)। রবিবার (১২ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়।
থানা সূত্রে জানা গেছে, আমির হোসেন দীর্ঘদিন ধরে চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ কাজে একটি স্থানীয় চক্র তাকে সহায়তা করত।
এদিকে স্থানীয় সচেতন মহল দাবি জানিয়েছে, পুলিশ যেন গ্রেপ্তারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে মাদক সরবরাহকারী, আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনের আওতায় আনে। পাশাপাশি তাদের মোবাইল ফোনের কললিস্ট ট্র্যাক করে সংশ্লিষ্ট ডিলার ও সরবরাহকারীদেরও দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানান এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় খুচরা পর্যায়ে মাদক বিক্রি চললেও বড় মাপের পৃষ্ঠপোষকরা রয়ে গেছে ধরা-ছোঁয়ার বাইরে। তারা প্রশাসনের কাছে মূল হোতাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।