নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:

নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৮৯ (ঊননব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ) রুবেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ৩০ অক্টোবর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ৮.৩০ ঘটিকায় বন্দর থানাধীন সোনাচড়া (১ নং ঢাকেশ্বরী) সাকিনস্থ ঢাকেশ্বরী কবরস্থানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ অভিযানে আকাশ (২৩), পিতা-সিদ্দিক, সাং-সোনাচড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে ৩৮ (আটত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ৩১ অক্টোবর ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ৯.১০ ঘটিকায় সাব-ইন্সপেক্টর (নিঃ) মিঠুন চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড়ে অভিযান পরিচালনা করেন। সানারপাড় টু ডেমরাগামী রাস্তা সংলগ্ন শুভেচ্ছা লেডিস টেইলার্স এর সামনে অভিযান চালিয়ে জাহিদুর ইসলাম শাওন (২৮), পিতা-মনির হোসেন, সাং-সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

ধৃত জাহিদুর ইসলাম শাওনের বিরুদ্ধে ইতিমধ্যে ০৯টি পৃথক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পুলিশ জানায়, ধৃত আসামিদের বিরুদ্ধে দ্রুত আদালতে জেলহাজতে পাঠানো হবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সর্বোচ্চ বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গোয়েন্দা শাখার কর্মকর্তারা স্থানীয়দের প্রতি সতর্কবার্তা দিয়েছেন, “মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয় ও লেনদেন অবৈধ ও দণ্ডনীয় অপরাধ। যারা মাদক কারবারে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের অভিযান থেকে এলাকার জনজীবন নিরাপদ হচ্ছে। মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে পুলিশ যে দৃঢ়তার সঙ্গে কাজ করছে, তা জনগণকে নিশ্চিন্ত করে।”

এভাবে নারায়ণগঞ্জের পৃথক অভিযানে মোট ৮৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করে জেলা পুলিশ। গোয়েন্দা শাখার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *