ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভেজালবিরোধী অভিযানে বাধা দেওয়ার অভিযোগে মান্নান (৪১) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অনুমোদনবিহীন খাদ্যপণ্য উৎপাদন করায় একটি কারখানা সিলগালা করা হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার নিমাইকাশারী এলাকায় এই অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বের হোসেন। অভিযান সূত্রে জানা যায়, জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে অনুমোদনবিহীন খাদ্যপণ্য উৎপাদন করায় ‘মল্লিক ফুড অ্যান্ড বেভারেজ’ নামের একটি কারখানা সিলগালা করা হয়।
কারখানাটি অস্বাস্থ্যকর পরিবেশে ম্যাংগো ড্রিংক, অরেঞ্জ ড্রিংক, লিচি ড্রিংক, আইসললি, পানি, লাচ্ছি ও চকোলেটসহ নানা পণ্য তৈরি ও বাজারজাত করছিল। ওই সময় প্রায় ৪৬০ কার্টন ভেজাল ও অননুমোদিত পণ্য জব্দ ও ধ্বংস করা হয়। কারখানার মালিক ও ম্যানেজার পলাতক থাকায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বের হোসেন জানান, অভিযানের সময় অসহযোগিতার কারণে চট্টগ্রামের হালিশহর এলাকার আব্দুল হকের ছেলে মান্নানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে , এ সময় নারায়ণগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।