নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মামুনের শাস্তির দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি:


নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা এএসআই মামুনের বিরুদ্ধে দুর্নীতি ও অপেশাদার আচরণের অভিযোগ তুলে তাকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটি, নারায়ণগঞ্জ জেলা শাখা

বৃহস্পতিবার (২৯/০৫/২০২৫) দুপুর ১;০০ টায় এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক আলহাজ্ব সানাউল্লাহ বেপারি এবং সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন সানি এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, “রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। মাদকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি মাদক নিয়ন্ত্রণ সংস্থার কেউই সংশ্লিষ্ট থাকে, তাহলে সেটা পুরো ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।”

তারা আরও বলেন, অভিযুক্ত এএসআই মামুনের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্ম করার সাহস না পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *