ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ জেলার ০৭ (সাত)টি থানায় ০৭ জন পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন। অতঃপর নবাগত অফিসার ইনচার্জবৃন্দ পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময়
পুলিশ সুপার মহোদয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, “নির্বাচনের সময় পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। নির্বাচনী আচরণবিধি কেউ লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলার প্রত্যেক পুলিশ সদস্যকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়া থানায় জিডি বা মামলা করতে আসা যেকোন ভূক্তভোগীকে হয়রানি না করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেন।
নবাগত অফিসার ইনচার্জবৃন্দ হলেন- ১) জনাব মোহাম্মদ আব্দুল হালিম, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, ২) জনাব মোঃ আব্দুল মান্নান, অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা, ৩) জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম অফিসার ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ থানা, ৪) জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, অফিসার ইনচার্জ, বন্দর থানা, ৫) জনাব মোঃ মহিববুল্লহ, অফিসার ইনচার্জ, সোনারগাঁও থানা, ৬) জনাব মোঃ আলাউদ্দিন, অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা, ৭) জনাব মোঃ সবজেল হোসেন, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী মহোদয় উপস্থিত ছিলেন।