নারায়ণগঞ্জ ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি রহিম, সাধারণ সম্পাদক মাসুম

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের ফতুল্লা প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুর রহিমকে (দৈনিক শেয়ার বিজ ও দৈনিক সংবাদচর্চা) সভাপতি এবং নিয়াজ মো. মাসুমকে (দৈনিক নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের হলরুমে ২০২৫-২৭ইং দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়।

কমিটির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সেলিম মুন্সি (দৈনিক ক্যাপিটাল বিজ), পিয়ার চাঁন (দৈনিক সচেতন); যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর) ও সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন (দৈনিক অগ্রবাণী)।

সেই সঙ্গে দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন এমএ সুমন (দৈনিক ইয়াদ), প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর) এবং সাংস্কৃতিক সম্পাদক মো. জসিমউদ্দিন (দৈনিক যায়যায়দিন)।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াদ মো. চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ), মো. রাশেদ (নারায়ণগঞ্জ মেইল) ও মো. আরিফ হোসেন (দৈনিক যুগের চিন্তা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *