নারায়ণগঞ্জ মিশন পাড়া রামকৃষ্ণ মিশন আশ্রম মন্ডপ ও আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপনের লক্ষ্যে মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মানবতার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ও আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা সহ সরকারি আইন-শৃঙ্খলা ঊর্ধ্বতম কর্মকর্তাগণ। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

পরিদর্শন শেষে তিনি বলেন, নারায়ণগঞ্জ ঐতিহ্য অনুযায়ী আয়োজন করেছে। {২২৪টি} পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। আমরা এখন পর্যন্ত পূজার যে পরিবেশ দেখেছি এতে আমরা সন্তুষ্ট এবং সারাদেশে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে হিন্দু সম্প্রদায়িক সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা উদযাপন হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার রাতে বিসর্জনের মাধ্যমে সমাপ্তি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *