নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে জনবান্ধব প্রশাসক ড. আবু নছর

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)-এর বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। সোমবার সকাল ১১টার দিকে তিনি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন।

এ সময় তিনি চলমান প্রকল্পগুলোর গুণগত মান, কাজের অগ্রগতি ও সময়সূচি নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কাজের মান বজায় রাখা ও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার বিষয়ে কড়া নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,

“নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শিল্পনগরী। এখানকার জনগণের জীবনমান উন্নয়নে সিটি করপোরেশন আন্তরিকভাবে কাজ করছে। জনগণের ট্যাক্সের টাকায় যেহেতু এসব উন্নয়ন কাজ হচ্ছে, তাই কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের প্রতিটি ধাপে নাগরিকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। জনগণের টাকার অপচয় যেন না হয়, সেদিকে কড়া নজরদারি থাকবে।

পরিদর্শনে তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা প্রশাসককে চলমান প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

উল্লেখ্য, সিটি করপোরেশনের অধীনে নারায়ণগঞ্জ নগরীতে সড়ক প্রশস্তকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, ফুটপাত সংস্কার, সৌন্দর্যবর্ধনসহ নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য একাধিক প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *