প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
বাৎসরিক উরশ {৪৮তম } মাহফিল উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল নারায়নগন্জ সিটি করপোরেশন ১৮নং ওয়ার্ড শহীদ নগর আলী আহাম্মেদ চুনকা স্টেডিয়াম রোড রহমানিয়া রফিকিয়া মাইজভান্ডারী খানকা শরীফ কমিটির উদ্যোগে ২-১০-২৫ রোজ বৃঃপতিবার আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফি আল- সৈয়দ রফিকউদ্দিন আহম্মেদ আল- হাছানি ওয়াল হোসাইনি আল মাইজ ভান্ডারী {মাঃ জিঃ আঃ} স্মরণে {৪৮ তম} বাৎসরিক উরশ মাহফিল উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মহতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে কুরআন হাদিসের মূল্যবান আলোচনা করেছেন হযরত মাওলানা জাকারিয়া হোসাইন আত তাহেরী { মুদাররিস, দারুচ্ছন্নাহ মাদ্রাসা কামিল, কাশীপুর নারায়ণগঞ্জ ইসলামী আলোচক চ্যানেল আই, মাই টিভি। বিশেষ বক্তা হিসাবে ওয়াজ নসিহত করেছেন : হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল হক কাদেরী, { ইমাম ও খতিব বাগে মদীনা জামে মসজিদ, শহীদ নগর ১নং গলী।
উক্ত বরকতময় মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি আল আরিফ,সাধারণত সম্পাদক ১৮নং ওয়ার্ড বিএনপির। সৈয়দ মোঃ নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক ১৮নং ওয়ার্ড বিএনপি।
মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক, সালাউদ্দিন, বাবু ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। মাহফিলে সার্বিক সহযোগিতা করেছেন হাজী মোঃ হাবিবুর রহমান মেগা দেওয়ান, মোঃ রোকনউদ্দিন শিকদার, মোঃ সিরাজ পাঠান, মোহাম্মদ রশিদ বেপারী, আব্দুল কাদির ভান্ডারী, বাবুল দেওয়ান ভান্ডারী, আনোয়ার বেপারী, আবু সামা ভান্ডার, আসাদ বেপারী, শমসের মাদবর সহ এলাকার আশেকান ভক্তবৃন্দ।
খানকা শরীফের প্রতিষ্ঠাতা দাতা সদস্য তোতা মেম্বার, খানকা শরীফর বর্তমান খাদেম মোঃ কাদের মিয়া মাইজভান্ডারী।