প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
৪-১০-২৫ রোজ শনিবার মাসুদুজ্জামানের সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাইবোনদের এবং সংবাদ সংশ্লিষ্ট মিডিয়ার সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন
প্রিয় সাংবাদিকবৃন্দ,
আপনারা সকলেই অবগত আছেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। গত ২২ সেপ্টেম্বর আমি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি। সেই যোগদান অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিন্তু যোগদানের পর থেকেই একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা চালাচ্ছে। তারা কাদা ছোড়াছুড়ির মাধ্যমে আমার রাজনৈতিক অবস্থান দুর্বল করতে চাচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের অপপ্রচার মূলত উপকারে আসে বিরোধী পক্ষের, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি। আমাদের সবার দায়িত্ব হলো দলের সম্মান অক্ষুণ্ণ রাখা এবং রাজনীতিকে গঠনমূলক পথে এগিয়ে নেওয়া। গঠন মূলক প্রতিযোগিতা থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু তা যেন কখনো দলের ভিতরে বিভেদ সৃষ্টি না করে।
বিরোধীপক্ষ যাতে এর সুযোগ নিতে না পারে, সে বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আহ্বান জানাচ্ছি আমাদের জেলা ও মহানগরের নেতৃবৃন্দকে, যে কোনো আলোচনা আমার সাথে করতে পারেন। আমি সর্বাগ্রে রাজনৈতিক আলোচনা করতে প্রস্তুত। আমার যোগদান প্রক্রিয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। অতীতে আমি নীরবে, পেছন থেকে জাতীয়তাবাদী দলের জন্য কাজ করেছি। সামনের দিনে আমি আরো সরব হয়ে এবং শক্তিশালীভাবে কাজ করতে চাই, যাতে নারায়ণগঞ্জে বিএনপিকে সুসংগঠিত করা যায় এবং জনগণের বিশ্বাস ও আস্থা পুনঃস্থাপন করা যায়।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে অচিরেই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিজয়ের পথে এগিয়ে যাবে। সংবাদ সম্মেলনে ওনার পাশে ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ পন্টি, শীতলক্ষা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ দিপু সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক প্রকাশক মিডিয়ার কর্মকর্তাগন।