নারায়নগঞ্জ বন্দরের হাবিবুর রহমান হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে

ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়য়ণগঞ্জ বন্দর উপজেলার কাচপুর ইউনিয়নের পুরাতন কাচপুর এলাকার বাসিন্দা হাবিবুর কে দূবৃত্তরা গলা কেটে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় নিহত হাবিবুরের বোন জামাই জসিম বক্তব্যে বলেন,গত ২৮ আগষ্ট হাবিবুর হাবিবুর কাচপুর বিসিক এলাকায় রাত্র ১ টায় রুটি খেতে যায়। ঐ সময় সেখানে আগে থেকেই উৎ পেতে থাকা সন্ত্রাসী সাব্বির, আরাফাত,গোলজার, মোজাম্মেল, রনি হাবিবুরকে অপহরন করে। আমরা সারা রাত হাবিবুরকে নানান জায়গায় খুজে বেরাই। কিন্তু কোথাও তাকে খুজে পাইনি।পরেরদিন ২৯ আগষ্ট নারায়ণগঞ্জ নৌ ফাড়ি পুলিশ কুড়িপাড়া খেয়াঘাটে একটি ডুবন্ত লাশ পায়।পরে লোকজনদের মাধ্যমে জানতে পেরে আমরা ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পিবিআইয়ের সহযোগিতায় হাবিবুরের গলা কাটা লাশ সনাক্ত করি।

নিহত হাবিবুরের মা “ফিরুজা বেগম” কান্না জড়িত কন্ঠে বলেন, সন্ত্রাসীরা আমার ছেলেকে গলা কেটে হত্যা করছে।আমি এখনও আমার ছেলের মাথাটা দেখতে পারি নাই।সন্ত্রাসীরা যেন আর কারো মায়ের সন্তানকে এমন করে হত্যা করতে না পারে। আমি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি ফাসির দাবি জানাই,আর না হয় আমাকে ফাসি দিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন,নিহত হাবিবুরের ভাই কবির হোসেন,নবীর হোসেন,নূর হোসেন,বোন রহিমা আক্তার,রাহিমা আক্তার,কামাল হোসেন, সিদ্দিকুর রহমানসহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *