নারায়নগন্জ আমলাপাড়ায় শ্যামা পূজা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা: শিশুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ

প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

 

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে শ্রীশ্রী শ্যামা পূজা উপলক্ষে সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দিন, {পিপিএম} বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী সহ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ। সভাপতিত্ব করেন আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন কুমার শিপন, মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস। প্রতিযোগিতায় ছয় শতাধিক শিশু অংশ নেয়, যা পূজা মণ্ডপের পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

এসময় পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “আজ উপস্থিত ছয় শতাধিক অংশগ্রহণকারী শিশুদের আমি প্রতিযোগী নয়, অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে দেখি। তাদের সৃজনশীলতা আমাদের ভবিষ্যতের আলোকবর্তিকা।”
অনুষ্ঠানের আয়োজকরা জানান, শুভ দীপাবলি উপলক্ষে প্রতিবছরের -মতো এবারও আমলাপাড়া সার্বজনীন শ্যামা পূজা উদযাপন কমিটির উদ্যোগে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *