নারায়ণগঞ্জে ২৭ ওয়ার্ডে একযোগে শুরু টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মোহাম্মদ হোসেন হ্যাপী: 

নারায়ণগঞ্জ, ১২ অক্টোবর ২০২৫: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫। রবিবার এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা, টিকাদান সুপারভাইজার, ইপিআই সুপারভাইজার, টিকাদান কর্মীরা, ১৩ নং ওয়ার্ডের ওয়ার্ড সচিব, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয় ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণগঞ্জে। এই আয়োজন সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক, সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

ক্যাম্পেইনের মাধ্যমে নগরবাসী বিশেষ করে স্কুলশিক্ষার্থী এবং শিশুদের মধ্যে টাইফয়েড প্রতিরোধক টিকা পৌঁছে দেওয়া হবে, যা রোগ প্রতিরোধ ও জনস্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *