প্রতিবেদক- ব্যুরো চিপ মোহাম্মদ হোসেন হ্যাপী
আজ ২-১০-২৫ রোজ বৃঃপতিবার নারায়ণগঞ্জ ৫ নং ঘাট প্রতিমা বিসর্জনের স্থান পরিদর্শন করে গেলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া।
এই সময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়গঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন সহ জেলা প্রশাসনের সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ।
পরিদর্শনের সময় সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন জেলা প্রশাসক এবং শান্তিপূর্ণভাবে ও শৃঙ্খলা ভাবে ও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের জন্য পূজা মন্ডপের নেতৃবৃন্দদের ও সনাতনী ধর্মের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দদের আহ্বান জানান।
কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য সর্বস্তরের আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসন থেকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে স্থান ত্যাগ করলে।