নারায়নগন্জ ৫নং সার ঘাট বন্ধের পাঁয়তারা, বিআইডব্লিউটিএ’র রাজস্ব যাচ্ছে কুচক্রীর পকেটে |

নারায়নগন্জ ৫নং সার ঘাট বন্ধের পাঁয়তারা
বিআইডব্লিউটিএ’র রাজস্ব যাচ্ছে কুচক্রীর পকেটে

প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়ণগঞ্জের ৫নং সার ঘাট বন্ধের পাঁয়তারা চালাচ্ছে একটি অসাধু চক্র। বাংলাদেশে মাত্র চারটি সারঘাটের মধ্যে নারায়নগঞ্জ এ ঘাট অন্যতম হলেও এখানকার কার্যক্রম দীর্ঘদিন ধরে কেন যেন অচল হয়ে আছে।
নারায়ণগঞ্জ নদীবন্দর পোর্ট এরিয়ায় অনুমোদিত ৫নং সার ঘাটে সরকারের নির্ধারিত ৩০% সার লোড-আনলোড
হওয়ার কথা থাকলেও তার ন্যূনতমটুকুও হচ্ছে বানাবে অর পরিবর্তে কিছু অসাধু ব্যবসায়ী ফতুল্লার মাদ্রাসা ঘাট ও মুন্সিগঞ্জের মুক্তারপুর ঘাটে অবৈধভাবে সার ওঠানামা করছে এবং সেখান ২বিআইডব্লিউটিএ’র রাজস্ব যাচ্ছে মজুদ রাখছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬
বছর ধরে সরকারি অনুমোদিত ৫নং সার ঘাট দিয়ে কোনো সারের জাহাজ ভেড়েনি। অথচ সরকারিভাবে এই ঘাট এখনো কার্যকর ও অনুমোদিত। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অন্য কোনো ঘাটে সার ওঠানামা করার নিয়ম নেই। কিন্তু কিছু অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ী চক্রের যোগসাজশে অননুমোদিত পয়েন্ট ব্যবহার করে অবৈধভাবে সার নামানো হচ্ছে, যার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। ?এদিকে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মনছুরুজ্জামান স্বাক্ষরিত ৩ সেপ্টেম্বরের এক বিজ্ঞপ্তিতে (স্মারক নং ১২.০০.০০০০.০৩২. ৪০.০০৮২৫.২১৫) জানানো হয়, ভর্তুকির আওতায় ?বিসিআইসি ও বিআইডিসির সকল আমদানীকৃত রাসায়নিক সারের ৩০% সার নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ অনুমোদিত ঘাট দ্বারা লোড আনলোড হওয়ার কথা থাকলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। আমদানিকৃত সকল রাসায়নিক সার সংরক্ষণ ও বিপনের জন্য চট্টগ্রামে ৩%, নারায়ণগঞ্জ ৩০%, নগর বাড়ি ৩৫%, নোয়াপাড়া ৩২% দেশের মধ্যবর্তী নারায়ণগঞ্জ পয়েন্ট হইতে দেশের মধ্যবর্তী ১৯ জেলার জন্য আমদানিকৃত রাসায়নিক সারের ৩০% সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার আলোকে “সার ঘাট” ছাড়া অন্য কোনো পয়েন্টে সার ওঠানামা বন্ধের আবেদন করেছেন ২০২৫২৬ অর্থবছরের বৈধ ইজারাদার সাইদুর ইসলাম বাবু।
তিনি লিখিত অভিযোগে জানান, বিআইডব্লিউটিএ কর্তৃক অনুমোদিত মূল পয়েন্ট হচ্ছে ৫নং সার ঘাট। কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী – মুক্তারপুর ও ফতুল্লার মাদ্রাসার ঘাটসহ অনুমোদন বিহিন পয়েন্টে সার ওঠানামা করছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং আমরা বৈধ ইজারাদাররাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি আরও বলেন, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩০% সার নারায়ণগঞ্জ মোকামে সংরক্ষণের কথা থাকলেও তা বাস্তবায়িত হচ্ছে না। সরকার ও বিআইডব্লিউটিএ’র শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সার ওঠানামার ফলে সরকারের রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি।
এ বিষয়ে জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আহসান শহীদ সরকার
বলেন, আমি নতুন এসেছি, তাই সব বিষয়ে এখনো পুরোপুরি অবগত নই।
তবে যেখানে সার আসে, আমরা যাচাই-বাছাই করে নিশ্চিত হই। পোর্টে ৩০% সার আসার বিষয়টি পোর্ট অফিসার বিস্তারিত বলতে পারবেন। নারায়ণগঞ্জ মানবতার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সারের বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। ৫নং সার ঘাট আগের চেয়ে নতুনভাবে সংস্কার করা হয়েছে। আমরা চাই এই ঘাট ব্যবহার হোক। যে ৩০% সার নামার কথা, সেটি কেন নামছে না, আমরা বিষয়টি খতিয়ে দেখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *