নাসিক সিইও মোঃ জাকির হোসেনের সঙ্গে মাসুদুজ্জামানের বৈঠক

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ: 

স্থানীয় জনগণের উদ্বেগ ও আগ্রহের প্রেক্ষিতে কদমরসূল সেতু প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করতে মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদুজ্জামান মাসুদ।

কদমরসূল সেতু প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ বলেন, বন্দরের কলাগাছিয়া ইউনিয়নে অংশগ্রহণ করা এক অনুষ্ঠানে স্থানীয়রা সেতু নির্মাণ নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। সেই উদ্বেগ ও আগ্রহের প্রতিফলন হিসেবেই তিনি সিইও মোঃ জাকির হোসেনের সঙ্গে এ বৈঠক করেছেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, কদমরসূল সেতুর জন্য ভূমি অধিগ্রহণ সম্পন্ন, দরপত্র প্রক্রিয়া শেষ এবং কোরিয়ান একটি নির্মাণ প্রতিষ্ঠান কাজ পেয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে সেতু নির্মাণ কাজ শুরু হবে।

বৈঠকে শহরের যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়।

মাসুদুজ্জামানের সঙ্গে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *