নিরাপদ সড়ক বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে রামু হাইওয়ে পুলিশ

কামরুল ইসলাম, চট্টগ্রাম :

কক্সবাজারের রামু হাইওয়ে থানা পুলিশ নিরাপদ ও যানজটমুক্ত মহাসড়ক বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিওনের আওতাধীন রামু হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন তার দায়িত্ব গ্রহণের পর থেকে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রী-চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

সম্প্রতি কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে মহাসড়কে যাতে কোনো ধরনের যানজট, চাঁদাবাজি বা বিশৃঙ্খলা না ঘটে, তা নিশ্চিত করেন ওসি নাসির উদ্দিন। তিনি ইজারাদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে হাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন। হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও পরিবহন চালকদের জানমাল রক্ষায় রোদে শুকিয়ে, বৃষ্টিতে ভিজে দায়িত্ব পালন করেছেন তিনি ও তার নেতৃত্বাধীন রামু হাইওয়ে থানা পুলিশ সদস্যরা।

স্থানীয় ব্যবসায়ী, পরিবহন চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এইবারের কোরবানির মৌসুমে হাট ও মহাসড়কে ছিল শৃঙ্খলা, নিরাপত্তা ও সেবা নিশ্চিত। অনেকেই সন্তোষ প্রকাশ করে জানান, ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে রামু হাইওয়ে পুলিশ বাস্তবেই জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে পরিণত হয়েছে।

ওসি মোঃ নাসির উদ্দিন জানান, মহাসড়ককে দুর্ঘটনা ও যানজটমুক্ত রাখা তার প্রধান লক্ষ্য। তিনি বলেন,

“গাড়ি চালক থেকে শুরু করে যাত্রী—সবার মধ্যে ট্রাফিক আইন ও সড়ক সচেতনতাবোধ গড়ে তুলতে হবে। আমি একা চেষ্টা করে সফল হতে পারব না; সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে নিরাপদ সড়ক গড়ে তুলতে।”

তিনি আরও বলেন, তিন ও দুই চাকার অবৈধ যানবাহন যাতে মহাসড়কে চলাচল না করতে পারে, সে বিষয়ে ২৪ ঘণ্টা নজরদারি চলছে। সেই সঙ্গে কোনো সমস্যায় পড়লে হাইওয়ে পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

দূর-দূরান্ত থেকে আসা খামারি ও কৃষকরাও কোরবানির পশু পরিবহনে হাইওয়ে পুলিশের সহযোগিতায় সন্তুষ্টি প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *