নেত্রকোণা, কেন্দুয়ার নজরুল মুন্সির নামে মানব পাচার মামলা

মোশারফ হোসেন জসিম পাঠান:

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলাধীন দলপা ইউনিয়নের জল্লী গ্রামের আব্দুর রশিদ এর ছেলে মোঃ নজরুল মুন্সির নামে মানব পাচার মামলা করেন। একই উজেলার বলাইশিমুল ইউনিয়নের শিবপুর গ্রামের রুমন এর স্ত্রী মোছাঃ শারমিন আক্তার বাদী হয়ে বিজ্ঞ মানব পাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল নেত্রকোণা একটি মামলা দায়ের করেন।

প্রতিপক্ষ নজরুল মুন্সিসহ তিন জনকে আসামী করে। যাহার মুকদ্দমা নং ১/২৫। সূত্রে জানা যায় গত ২৫/০৩/২০২৪ ইং তারিখ মামলার বাদীনির স্বামী ও মিজারুল কে সৌদিআরব পাঠানোর নামে ৩ লাখ টাকা ও পরে বিভিন্ন বিষয়াদির জন্য গত ১৪/১১/২০২৪ ইং তারিখে আরও ৬ লাখ টাকা হাতিয়ে নেন। মোট ৯ লাখ টাকা নেবার পর উভয়কে বিদেশে পাঠান এবং যে কাজের এবং যে বেতনের কথা ছিল তা পাননি।

হঠাৎ করে বাদীনির স্বামী ফোন করে বাড়ির লোকজনকে বিভিন্ন বিষয়াদি ও অবস্থান সম্পর্কে জানালে মামলার আসামী প্রতিপক্ষ নজরুল মুন্সি আরও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই নিয়ে পুরো এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রামবাসী ও মামলার বাদীনির কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন এই ব্যাপারে দুই বার গ্রাম্য সালিশ বসলেও বিষয়টি সুরাহা হয়নি এবং প্রতিপক্ষ ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছে। বর্তমানে ভুক্তভুগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে জেলার উধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছে ভুক্তভুগি পরিবার বর্গ। প্রকাশ থাকে যে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা… চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *