নেত্রকোনা কোর্টের মামলার বাদীকে প্রতিপক্ষের প্রাণ নাশের হুমকি

মোঃ নুরুল হক: 

নেত্রকোনা জেলা সদর উপজেলাধীন ১২ নং মদনপুর ইউনিয়নের মনাং গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাকিবুল(৭) কে পরিকল্পিত ভাবে হত্যা করেছে এমন অভিযোগ এনে নেত্রকোনা কোর্টে মামলা করেছেন রাকিবুলের মা অনজিতা আক্তার।

সূত্রে জানা যায় গত ২৪/০৩/২০২৩ ইং তারিখ রোজ: শুক্রবার সকালে রাকিবুল খেলতে গেলে পূর্বের ঝগড়াকে কেন্দ্র করে মিল এর কর্মচারি ফারুক মিয়া(২৮) ডেকে নিয়ে মারধর করে মিল এর পাশে গর্তের মধ্যে মুখ বেধে ফেলে রাখে। এই ঘটনাটি দেখে রাকিবুলের বাবা চিৎকার শুরু করলে দ্রুত আশেপাশের লোকজন শিশুটিকে উদ্বার করে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়, কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফাট করেন। সেখানকার কর্মরত ডাক্তার রাকিবুলকে মৃত বলে ঘোষনা করেন।

এই ঘটনায় পরপরেই মিল মালিক ও মিল কর্মচারি দ্রুত পালিয়ে যায়। উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত ০৩/০৫/২০২৩ ইং তারিখে মৃতক রাকিবুলের মা অনজিতা বাদী হয়ে নেত্রকোনা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নেত্রকোনা মামলা করেন। প্রতিপক্ষ মিল কর্মচারি মোঃ ফারুক মিয়া ও মিল মালিক শহিদুল হক সজীব সহ আরো অজ্ঞাত ২/৩ জনকে আসামি করেন।

প্রতিপক্ষ প্রভাব কাঠিয়ে মামলাটিকে ধামাচাপা দেওয়ার জন্য ব্যাপক পাইতারা সৃষ্টি করে। এই নিয়ে কয়েকবার বাদীকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। বর্তমানে মামলার বাদী চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। এ ব্যপারে জেলার উধ্যর্তন কর্মকতার্ও জেলা পুলিশ সুপারের সু— দৃষ্টি কামনা করছে ভুক্তভোগী ও তার পরিবার বর্গ লোকজন। প্রকাশ থাকে যে উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোন সময় আরো বড় ধরনের দুর্ঘটনা আশঙ্খা……চলবে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *