মোশাররফ হোসেন জসিম পাঠান:
নেত্রকোনা জেলার পূর্ব ধলা উপজেলার বিশ কাকুনিয়া ইউনিয়নের বড় রুহী গ্রামের মৃত হযরত আলীর ছেলে মোঃ আমজাদ আলীর স্ত্রী মোছাঃ রিপা আক্তারের মৃত্যু রহস্যজনক পরিস্থিতিতে ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে প্রায় রাত ৩টার দিকে হঠাৎ করে মোছাঃ রিপা আক্তার মৃত্যুবরণ করেন। মৃত মহিলার পরিবারের কাছে খবর পৌঁছালে বাড়ি ও গ্রামের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পুরো বাড়িতে কান্নার রোল পড়েছে। পরে মৃতার গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা ঘটনাটিকে রহস্যজনক করে তোলে।
পূর্ব ধলা থানা পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৃতদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করে। পরে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, বিবাহের ৩-৪ বছর পর্যন্ত তাদের সংসার সুখী ছিল। ওই দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে ছোট মেয়ের ওপর নির্যাতন শুরু হয়। এলাকার মানুষ বলছেন, “মৃত মহিলার গলায় আঘাত রয়েছে এবং কেউ না কেউ তাকে হত্যা করেছে।”
মৃতার বাবা মোঃ আবু আহাম্মদ কোর্টে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামি করা হয়েছে জামাই মোঃ আমজাদ আলী, তার ভাই মোঃ মোহাম্মদ আলী ও সৎ মা মোছাঃ সোলেমা খাতুন। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছে।
স্থানীয় প্রশাসন ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে। এলাকাবাসী আশঙ্কা করছেন, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।