স্বাধীন স্পোর্টস ডেস্ক:
আজ রাতে জাতীয় স্টেডিয়ামে নেপালের সঙ্গে প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ১৮ নভেম্বর ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোচ হাভিয়ের কাবরেরা দলকে পরীক্ষা-নিরীক্ষার জন্য সাজিয়েছেন। তিনি একাদশে ছয়জন খেলোয়াড় পরিবর্তনের পরিকল্পনা আগেই ঘোষণা করেছেন।
কোচ কাবরেরা জানিয়েছেন, কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোমকে এই ম্যাচে শুরুর একাদশে সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘ যাত্রা ও মাত্র একবার অনুশীলনের কারণে তাকে সরাসরি ম্যাচে নামানো হয়নি। তবে লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী আজ শুরু থেকেই খেলবেন। তার সঙ্গে থাকছেন জাতীয় দলের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া।
বাংলাদেশের একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন মিতুল মারমা। রক্ষণে সুযোগ পেয়েছেন তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন। মধ্যমাঠে খেলবেন হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও সোহেল রানা জুনিয়র। আক্রমণভাগে দায়িত্ব পালন করবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
এই ম্যাচে কোচ কাবরেরা মূলত খেলোয়াড়দের সামঞ্জস্য ও প্রস্তুতি পরীক্ষা করবেন। নেপালের বিপক্ষে ভালো খেলায় আত্মবিশ্বাস বাড়িয়ে আগামী ভারতের সঙ্গে ম্যাচে বাংলাদেশের সেরাটা দেওয়ার লক্ষ্য রয়েছে।
বাংলাদেশ একাদশ:
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন
মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা জুনিয়র
আক্রমণ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম