নিজাম উদ্দিন:
দীর্ঘদিন ধরে নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সোনাইমুড়ী উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বাইপাস চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার মানুষ বাইপাস চত্বরে এসে জড়ো হয়।
বিক্ষোভ সমাবেশে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতারা ছাড়াও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ‘বৃহত্তর নোয়াখালীতে প্রায় এক কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এ দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক।’
কর্মসূচির আয়োজনে ছিলেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, নোয়াখালী অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। অথচ জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সব দিক থেকে নোয়াখালী বিভাগ হওয়ার উপযুক্ত।’
বক্তারা বলেন, প্রশাসনিক কার্যক্রম সহজ ও গতিশীল করতে নোয়াখালী বিভাগ ঘোষণা সময়ের দাবি। নোয়াখালীর জনগণ এখন আর অপেক্ষা করতে রাজি নয়। দ্রুত ঘোষণা না এলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
স্থানীয় পুলিশ প্রশাসন বিক্ষোভস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বজায় রাখে। কর্মসূচি শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।