নোয়াখালী মডেল ইউনিয়নে বিনামূল্যে ১২০০ চক্ষু রোগীর চিকিৎসা

নিজাম উদ্দিন:

নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাতের সৌজন্যে সাংবাদিক এ আর আজাদ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ১ হাজার ২০০ চক্ষু রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চোখের চিকিৎসা ও ১০০ রোগীর ছানি অপারেশনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার ৬নং নোয়াখালী মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চক্ষু চিকিৎসা এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চিকিৎসা প্রদান করেন চাঁদপুর মাযহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চলে। প্রায় ১২শত রোগীকে চুক্ষু চিকিৎসা পত্র, ২০০ রোগীকে চশমা, ৬০০ রোগীকে চোখের ড্রপ ও অন্যান্য ওষুধপত্র দেয়া হয়। এ সময় ১০০ চোখে ছানি পড়া রোগীকে প্রাথমিক বাছাই করে অপারেশনের মাধ্যমে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের জন্য চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে পরিবহণ যোগে নিয়ে যাওয়া হয়।

সার্বিক আয়োজন করেন নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত। তিনি বলেন, অসহায় মানুষদের কষ্টের কথা বিবেচনা করে, বিশেষ করে যারা অর্থের অভাবে চোখে ছানি অপারেশন করতে পারছেন না তাদের অন্ধত্বের হাত থেকে বাঁচাতে আমারে প্রচেষ্টা। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *