কামরুল ইসলাম:
বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) এসআই (সঃ) থেকে পুলিশ পরিদর্শক (সঃ) পদে পদোন্নতি প্রাপ্ত সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবদুল করিম।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার নবনিয়ুক্ত পরিদর্শকদের দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “পদোন্নতি দায়িত্ব আরও বাড়ায়, তাই জনগণের আস্থা অর্জনই হবে পুলিশের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।