ষ্টাফ রিপোর্টার;
পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সকল নিয়োগ বাণিজ্যের নেপথ্য নায়ক অধিদপ্তরের মহাপরিচালক
এর সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী কর্মী এনামুল হক সহ কয়েকজন অসৎ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির নানা
অভিযোগ পাওয়া গেছে। জানা যায় অধিদপ্তরের সামনের জনৈক চা বিক্রেতার মাধ্যমে বেশ কয়েক জনকে নিয়োগ
দেয় বলে জানা যায়। সেই চা বিক্রেতার মাধ্যমে ৬ জন পরিবার কল্যাণ পরিদর্শিকার জন্য জনপ্রতি ১২ লক্ষ টাকা
হিসেবে প্রায় ৫০ লক্ষ টাকা নেয়। এভাবে আরও কয়েকজন প্রার্থীর কাছে থেকেও এনামুল গং টাকা নেয়। তাদের
এইসব দুর্নীতির বিরুদ্ধে জনৈক ভুক্তভোগী স্বাস্থ্য সচিব ও দুদকে অভিযোগ দায়ের করেছে বলে জানা যায়।
এদিকে এই অভিযোগের সুত্র ধরে জনৈক পরিচালককে মন্ত্রণালয় বদলী করে।আর একই কারণে এনামুল হককে
অধিদপ্তর থেকে ময়মনসিংহে বদলী করা হয়। অন্তবর্তীকালীন সরকারের এই সময়ে অধিদপ্তরের সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে ম্যানেজ করে সম্প্রতি এনামুল হক আবার ঢাকায় বদলী হয়। এ নিয়ে অধিদপ্তরে সাধারণ কর্মচারীদের
মাঝে এক চরম উত্তেজনা বিরাজ করছে। তাদের মতে এ ধরনের দুর্নীতিবাজরা সব সময় খোলস পাল্টায়। জানা
যায় তার পিতা আঃ মান্নান এলাকায় কাঠমিস্ত্রি ছিলেন। বাড়ীতে যার টিনের ঘর ছিল না, তার বাড়ীতে এখন
বিশাল অট্টালিকা। তাহলে এই টাকা আসে কিভাবে? আর সরকারি চাকুরি করে এ সময় বাড়ী করা এতো সহজ
কথা নয়। এতেই বোঝা যায় এরা কেউ ধোঁয়া তুলসীপাতা নয়। এ ব্যাপারে সুষ্ঠ্য তদন্ত করা হলে থলের বিড়াল
বেরিয়ে আসবে।