পলাশে বিএনপি নেতা এরফান আলীর স্মরণে দোয়া

আনোয়ার হোসেন আনু :

 

নরসিংদীর পলাশ থানা বিএনপির সদ্য প্রয়াত সভাপতি এরফান আলীর স্মরণে ঘোড়াশাল পৌর ও উপজেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৬ নভেম্বর) রাতে উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকবুল মোর্শেদ রতনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির ইসলাম রবিনের সঞ্চাললনায় সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি  মোস্তাক ভূইয়া।

এসময় তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের হাত ধরে মরহুম এরফান আলী রাজনীতিতে আসেন। আমরা ঘোড়াশাল পৌরবাসী ও পলাশ থানার সবাই ঐক্যমত পোষণ করি, আগামীতে ড. আবদুল মঈন খানের হাতকে বিজয়ের বেশে জয়যুক্ত করব।

মোস্তাক ভূঁইয়া আরও বলেন, যাদের হাত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, বর্তমান ঘোড়াশাল পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন,   পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শাহিন বিন ইউসুফ, পৌর যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, পৌর কৃষক দলের সভাপতি লোকমান হোসেন প্রমুখ।

শেষে প্রয়াত এরফান আলীসহ বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমানের জন্যও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ঘোড়াশাল পৌরসভা মসজিদের ইমাম ইব্রাহীম খলিলুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *