পল্টনে রেস্টুরেন্টে ঢুকে মারধর, ১০লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্টনে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। পুরানা পল্টন সুপার মার্কেটের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি অভিযোগে মামলা হয়েছে। গত ১৭ ডিসেম্বর ঢাকার আদালতে সিআর মামলা করেন একই মার্কেটের ধানসিড়ি-২ রেস্টুরেন্টের মালিক আবু বক্কর সিদ্দিক। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে আরও জানা যায়, পুরানা পল্টনের ৭১ নম্বর হোল্ডিংস্থ পল্টন সুপার মার্কেটের একটি চলাচলের রাস্তাকে কেন্দ্র করে এই চাঁদা দাবি করা হয়। একই মার্কেটে রেস্টুরেন্ট ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও হোমিও চিকিৎসক ইউসুফ আলী মিলেমিশে রাস্তাটি ব্যবহার করতেন। হঠাৎ করে ইউসুফ আলী রেস্টুরেন্টের মালিক আবু বক্কর সিদ্দিককে রাস্তাটি ব্যবহারে নিষেধ করেন। আবু বক্কর সিদ্দিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করতে চাইলে ইউসুফ আলী তা মেনে নেননি। উল্টো ইউসুফ আলী তার দোকানের জমির মালিককে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টের ব্যবসায়ীকে শাসিয়ে আসেন এবং রাস্তা ব্যবহার না করার বিভিন্ন হুমকি-ধামকি দেন। পরে গত ১৬ নভেম্বর বিকেলে আবু বক্করকে রাস্তাটি ব্যবহারে বাধা দেন এবং দোকান ছেড়ে দিতে বলেন হোমিও চিকিৎসক ইউসুফ আলী। ঐ ঘটনার তিনদিন পর ইউসুফ আলী ৩৫ থেকে ৪০ জন লোক নিয়ে ধানসিড়ি রেস্টুরেন্ট ভাঙচুর চালান ও প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বিভিন্ন ভাবে মারধর করেন এবং নগদ ৬০হাজার টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও ১০ লাখ টাকা চাঁদা না দিলে, আর ব্যবসা করতে দেবে না বলে হুমকি দেন। মামলার আসামিরা হলেন ইউসুফ আলী, ইফতেখার করিব, নাসিম (মার্কেট মালিক), সাব্বির, আব্দুর রহিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *