পাইকগাছা( খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ) শক্তিশালী করনে চাহিদা ভিত্তিক বাজেট বৃদ্ধি ও বাস্তবায়নে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিকরণে ও ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে ডরপ্- ইভলভ প্রজেক্ট। ডরপ্- ইভলভ প্রজেক্ট উপজেলার গদাইপুর, রাড়ুলী, কপিলমুনি,ও গড়ইখালী ইউনিয়নের বাসিন্দা এবং জলাবায়ু ঝুঁকি প্রবণ এলাকার অবহেলিত জনগণকে সাথে নিয়ে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ সঠিকভাবে বাস্তবায়নে নিরলসভাবে একসাথে কাজ করছে ডরপ্ ইভলভ প্রজেক্ট। ডরপ্ – ইভলভ প্রকল্পের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদগুলোতে কাজ করছে। ইউনিয়ন পরিষদসমূহ বার্ষিক বাজেট তৈরীর সময় সুনির্দিষ্ট খাতে গতানুগতিক প্রক্রিয়ায় থেকে বরাদ্দ রাখে। যা পরবর্তিতে ওয়ার্ড সভা বা বাজেট সভা থেকে প্রাপ্ত সুপারিশ বা অগ্রাধিকার বিবেচনায় না নিয়ে অন্যান্য খাতে ব্যয় করা হয়,বিশেষ করে রাস্তা মেরামত, কালভার্ট তৈরী ইত্যাদি। দ্বিতীয়ত,কিছু কিছু বাজেট জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাতে বরাদ্দ রাখলেও তার বাস্তবায়নের হার খুবই কম।পাইকগাছা উপকূলীয় অঞ্চলটি জলবায়ুর প্রভাবে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে ন্যায্যতার ভিত্তিতে এতদঞ্চলের জন্য বিশেষ বাজেট বরাদ্দ বৃদ্ধি প্রয়োজন, যেন জলবায়ু ঝুঁকিতে থাকা অবহেলিত জনগণের চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ি ইউনিয়ন পরিষদের পক্ষে কর্মসূচী গ্রহণ সম্ভব হয়। ইউনিয়ন পরিষদগুলো যেন জনগণের চাহিদা বিবেচনায় নিয়ে, আসন্ন বাজেটে জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল কার্যক্রম পরিচালনায় চাহিদা অনুযায়ি খাতভিত্তিক বাজেট বিভাজন, বরাদ্দ বৃদ্ধি ও তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। সুশীল সমাজ নেটওয়ার্ক, ইভলভ প্রজেক্ট নিরলসভাবে সংশ্লিষ্ট সরকার মন্ত্রণালায় ও অধিদপ্তরসমূহের দৃষ্টি আকর্ষনের জন্য কাজ করছে ।
সংশ্লিস্ট মন্ত্রণালয় কর্তৃক লিখিত নির্দেশনা বা পরিপত্র জারির মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রন্থ জনগনের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ ও ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং জনবান্ধব ইউনিয়ন পরিষদ বিনির্মাণে কার্যকরী অবদান রাখবে। তাই পাইকগাছা উপজেলার স্থায়ী বাসিন্দাদের আসন্ন ইউপি বাজেটে চাহিদা অনুযায়ী খাতভিত্তিক বাজেট বিভাজন,বরাদ্দ বৃদ্ধি ও তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণে নিম্নলিখিত সুপারিশ প্রদান করে। সুপারিশগুলো হল ১) প্রতিটি ইউনিয়ন পরিষদের বাজেটে চাহিদা ও খাতভিত্তিক বাজেট বিভাজন ২) জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধি ও বাস্তবায়ন ৩) দূষণমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে (বিশেষ করে প্লাস্টিক ও পলিথিন) কার্যকরী উদ্যোগ গ্রহণ ।
সবার জন্য সুষম উন্নয়ন নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ জনগনের চাহিদা পূরণে উপরোক্ত সুপারিশ বাস্তবায়নে ইভলভ প্রজেক্ট সবার সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করে। সিএসও সদস্য ছন্দা সুলতানা বলেন,”ডরপ ইভলভ প্রজেক্টের সার্বিক সহযোগিতায় সরকরী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির পরিচয় ও বিভিন্ন বিষয়ে সেতুবন্ধন তৈরী করতে কাজ করছে” ফলে আগের তুলনায় পিছিয়ে পড়া নারীদের মান উন্নয়ন যথেষ্ঠ বৃদ্ধি পেয়েছে।ডরপ ইভলভ প্রকল্পের প্রকল্প সমম্বয়কারী প্রতিভা বিকাশ সরকার ও ডরপ ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমানা পারভীন বলেন”ইভলভ প্রকল্পের সহযোগীতায় সিবিও,সিএসও, উপজেলা সিএসও নেটওয়ার্ক এর নেতৃত্বে পাইকগাছা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে জলবায়ূ সংবেদনশীল ও জেন্ডারবান্ধব নীতি অর্থায়ন ও তা বাস্তবায়নে বিশেষ অবদান রাখছে।
অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠির”জলবায়ু ঝুঁকিতে থাকা অবহেলিত জনগণের চাহিদা ও অগ্রাধিকার অনুযায়ি বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।গদাইপুর ইউনিয়ন পরিষদের সচীব বেলাল হোসেন বলেন,”ইভলভ প্রজেক্টের সহায়তায় ওয়ার্ড সভা,উন্মেক্ত বাজেট সভায় নারীদের অংশগ্রহন বৃদ্ধি পেয়েছে। সিএসও সদস্যরা বাজেট তৈরীতে সহযোগীতা করায় জলবায়ূ সংবেদনশীল ও জেন্ডারবান্ধব বাজেট বৃদ্ধি পেয়েছে।উপজেলার গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন” ডরপ ইভলভ প্রজেক্টর সহায়তায় কর ও সেবা মেলার মাধ্যমে নাগরিকদের সচেতন করায় কর আদায় বৃদ্ধি পেয়েছে। ফলে ২ বছর পূর্বে ২০ ভাগ পিছিয়ে পড়া নারীরা যে সেবা পেতো বর্তমান ৬০ ভাগ নারী ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৩৯টি সেবা পাচ্ছে।এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার বলেন,ডরপ ইভলভ প্রকল্প জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট নিয়ে কাজ করছে, পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে নারীদের জন্য কাজ করছে,ইউনিয়ন পর্যায়ে বাজেট সীমীত থাকে,জাতীয় পর্যায়ে বাজেট বৃদ্ধি করা প্রয়োজন।পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন,” আমরা সামাজিক উন্নয়ন সম্পর্কিত প্রকল্প দেওয়ার জন্য বলি, কিস্তু, বেশীরভাগ প্রকল্প আসে রাস্তাঘাট কালভার্টসহ অবকাঠামোগত,তবে চলতি বছরে নারীদের জন্য কিছু প্রকল্প আছে যেমন, নারীদের জন্য সেলাই মেশিন, স্কুল ছাত্রীদের স্যানিটারী প্যাড” প্রতিবন্ধীদের হুইলচেয়ারসহ জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাতে বরাদ্দ ইউনিয়ন পরিষদ থেকে হয়। যাহাতে এ ধরনের বাজেট ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ থেকে বাস্তবায়ন হয়।সে বিষয়ে অবগত করা হবে।