স্বাধীন সংবাদ ডেস্ক:
শনিবার দুপুরে রাজধানীর কসমস সেন্টারে আয়োজিত নির্বাচন পদ্ধতি সংক্রান্ত সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, “পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে কমিশন একমত হতে পারবে না। পিআরের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে।”
আমির খসরু বলেন, “পিআর প্রশ্নে গণভোট আয়োজনের দায়িত্ব জনগণ দলগুলোকে দেয়নি। দাবি না মানলেই আলোচনা অর্থহীন বলা হলে সেটি গণতন্ত্র নয়। একমত না হওয়া বিষয়গুলো নিয়ে সংসদে আলোচনা হতে পারে।” তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে অন্যের মতের প্রতি সহনশীলতা থাকা জরুরি। অন্যথায় আলোচনা করেও কোনো ফল পাওয়া যাবে না।”
সেমিনারে উপস্থিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নির্বাচন ব্যবস্থার আধুনিকায়ন ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার ওপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক বাড়ছে। বিশেষ করে প্রতিনিধি ভিত্তিক (Proportional Representation) নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন দলের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যাচ্ছে।