পিরোজপুর প্রতিনিধি:
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জেলা কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া। এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের সময় দেশে দমন-পীড়ন ও ফ্যাসিবাদের রাজত্ব চলেছে। দীর্ঘ ১৫ বছর ধরে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছে ইসলামী আন্দোলন। বাংলাদেশের মানুষ মুক্তি চায়। ৫৩ বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছে, তারা শুধু জনগণকে ধোঁকাই দিয়েছে! চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিস্ট মুক্ত হতে চায় বাংলাদেশ! আগে গণহত্যার বিচার, তারপর হবে সংস্কার, পরে দেখা যাবে নির্বাচন এবং সেই নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে—কারণ আর কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট বাংলাদেশে উৎপত্তি হতে দেওয়া হবে না “ইনশা-আল্লাহ”।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মো. তারিকুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ ও মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুলসংখ্যক অংশগ্রহণ করেন।