পিচটা এত কালো, আমি ভেবেছিলাম রঙ জ্বলে গেছে হয়তো

স্বাধীন স্পোর্টস ডেস্ক:  

মিরপুরের কালো মাটির উইকেট নিয়ে পুরো সিরিজজুড়ে চলছে সরব আলোচনা। স্পিনারদের জন্য আনুকূল্যের জন্য বিখ্যাত এই উইকেট এবার সাহায্যটা যেন একটু বেশিই দিচ্ছে। এর প্রভাবেই সিরিজের মাঝপথে দুই দলই তাদের দলে স্পিনার অন্তর্ভুক্ত করেছে।

বাংলাদেশের নাসুম সফল ছিলেন, তবে উইন্ডিজের আকিল হোসেইন তাকেও ছাপিয়ে গেছেন। বিশেষ করে সুপার ওভারে তিনি দলের নায়ক হয়ে উঠেছেন।

তবে আকিল প্রথম ম্যাচে স্কোয়াডে ছিলেন না। তখন তিনি ওয়েস্ট ইন্ডিজে বসে খেলা দেখছিলেন। মিরপুরের কালো উইকেট দেখে তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, “না, আমি ম্যাচটা শুরু থেকে দেখছিলাম না। টিভি চালিয়ে ভাবলাম, টিভিটা নষ্ট হয়ে গেছে। পিচটা এত কালো! আমি ভেবেছিলাম রঙ জ্বলে গেছে হয়তো। পরে বুঝলাম, না—এটা আসলেই কালো মাটি।”

প্রথম ম্যাচে দলের বাইরে থাকার প্রসঙ্গে আকিল বলেন, “আমার মধ্যে ওইরকম কোনো চিন্তা আসেনি। যারা নির্বাচনের দায়িত্বে, সিদ্ধান্ত নেওয়া তাদের কাজ। আমি শুধু উপভোগ করতে চাই এবং যতটুকু পারি ভালো খেলতে চাই। বাকি সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিই।”

মিরপুরের স্পিন-বান্ধব উইকেট ক্রিকেটের জন্য কতটা উপযোগী, তা নিয়ে প্রশ্নের জবাবে আকিল রসিক ভঙ্গিতে বলেন, “আজ আমরা একটা রেকর্ড করেছি—৫০ ওভারের মধ্যে পুরো স্পিন! আপনি বলুন, এমন কোথাও দেখেছেন? দারুণ ম্যাচ ছিল, রোমাঞ্চকরও বটে, কিন্তু এটুকুই বলব।”

মিরপুরের এই উইকেট স্পিনারদের জন্য যেমন সুবিধা দিচ্ছে, তেমনি ম্যাচের উত্তেজনা বাড়াচ্ছে। পুরো সিরিজে এ নিয়ে আলোচনা চলছেই, আর ক্রিকেটপ্রেমীরা একেবারে চোখ রাখছেন এই কালো উইকেটের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *