পুঠিয়া হাইওয়ের ধারে দোকানপাট দখল, পথচারীদের দুর্ভোগে নীরব প্রশাসন

মোহাম্মদ রবিউল ইসলাম:

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা রোড চেন হাইওয়ের দুই ধারে দিনদিন বেড়ে চলেছে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য কেন্দ্র। মহাসড়কের উপরেই ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিদিন সকালে ও বিকেলে রাস্তায় ভীষণ যানজট সৃষ্টি হয়। স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও বয়স্ক মানুষদের হেঁটে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনার আশঙ্কাও দিন দিন বাড়ছে।

তাদের দাবি, পুঠিয়া উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে করে অসাধু দখলদাররা আরও উৎসাহিত হচ্ছে এবং জনস্বার্থ উপেক্ষা করে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন,

> “রাস্তার পাশটা এখন দোকান আর চায়ের স্টলে ভর্তি। গাড়ি চলাচলের জায়গা নেই, আমরা পথচারীরাই বিপদে পড়েছি।”

সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে পুঠিয়া হাইওয়ে মহাসড়ক আবারও স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *