স্বাধীন সংবাদ ডেস্ক:
নির্বাচন কমিশনের (ইসি) নতুন রাজনৈতিক দল নিবন্ধনের তালিকায় যুক্ত হতে যাচ্ছে দুটি নতুন দল— জনতার দল ও আমজনতার দল। পুনঃতদন্তে দল দুটির সংগঠনগত কার্যক্রমের প্রমাণ পাওয়ায় নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজিত একটি কর্মশালায় এ তথ্য নিশ্চিত করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, পূর্বের তদন্তে কিছু অস্পষ্টতা থাকায় দল দুটির কার্যক্রম আবারও মাঠপর্যায়ে যাচাই করা হয়। পুনঃতদন্তে জেলা ও উপজেলা পর্যায়ে স্থায়ী কার্যালয় এবং সক্রিয় কাঠামোর অস্তিত্ব পাওয়া গেছে। ফলে দল দুটি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে বলেও জানান তিনি।
সচিব আরও বলেন, দল দুটির নিবন্ধন নিয়ে কোনো আপত্তি থাকলে তা গ্রহণের জন্য আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে আগামীকাল জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এ ছাড়া নির্বাচনী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে চায় নির্বাচন কমিশন। আখতার আহমেদ জানান, ১০ বা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের জন্য ইসির পক্ষ থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। তফসিল, গণভোট এবং সামগ্রিক নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে এ সাক্ষাৎ চাওয়া হয়েছে।
অন্যদিকে, প্রবাসী বাংলাদেশিদের ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) প্রক্রিয়া নিয়ে করা সংশোধনী অনুমোদন করেছে নির্বাচন কমিশনের উপদেষ্টা পরিষদ। প্রবাসীদের পাঠানো কোন কোন ব্যালট গ্রহণযোগ্য হবে ও কোন পদ্ধতিতে সেসব ব্যালট গণনা করা হবে—এ সংক্রান্ত বিধিমালা সংশোধন করে বৃহস্পতিবার তা অনুমোদন দেওয়া হয়।
ইসি সচিব বলেন, “প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, কিন্তু কোন ব্যালট বাতিল হবে এবং কোনটি বৈধ ধরা হবে—এ বিষয়টি পরিষ্কার করা ছিল জরুরি। উপদেষ্টা পরিষদ আজ সেই সংশোধনী অনুমোদন করেছে।”