পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু: ওসি জায়েদ নূর

কামরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেছেন, “রাষ্ট্রের স্বার্থে পুলিশ সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করে। তাই পুলিশকে জনগণের বন্ধু বলা হয়।”

রবিবার টেকনাফ থানা প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওসি নাজমুন নূর বলেন, “আমরা ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানটি ধারণ করি। কারণ, পুলিশও রাষ্ট্রেরই একটি অংশ—এই রাষ্ট্রের নাগরিক হিসেবেই আমরা দায়িত্ব পালন করি। সংবিধান অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষার মাধ্যমে দেশের জনগণকে সেবা প্রদানই পুলিশের প্রধান কাজ।”

তিনি আরও বলেন, “পুলিশ কখনোই চায় না কোনো মানুষকে অপমান বা অসম্মান করতে। তবে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমাদের দায়িত্ব। অনেক সময় সাধারণ জনগণ আইন না মেনে নিজেদের স্বার্থে বেআইনি কাজ করে, তখন রাষ্ট্রীয় আইন বাস্তবায়নের স্বার্থে পুলিশকে ব্যবস্থা নিতে হয়। এতে অনেকেই ভুল বুঝে পুলিশের সমালোচনা করেন, কিন্তু বাস্তবে আমরা সমাজ ও রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করি মাত্র।”

নিজের বক্তব্যে তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা যদি সবাই আইনকে সম্মান করি, প্রশাসনকে সহায়তা করি, তাহলে পুলিশ কেবল বন্ধু নয়—একজন পরিবারের সদস্যের মতো সমাজে আচরণ করবে। তাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে, আর বাংলাদেশ হবে একটি সোনার দেশ।”

ওসি নাজমুন নূর আরও বলেন, “আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, মাদককে না বলি, হিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে সুন্দর সমাজ গড়ার শপথ নিই। একজন মানুষের ভালো কাজ সমাজে ছড়িয়ে দিতে অর্থের প্রয়োজন নেই, দরকার কেবল একটি ভালো মন।”

সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকেরা পুলিশের উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *