খসরু মৃধা :
গাজীপুর মহানগরীর পূবাইলের ৪২নং ওয়ার্ড হারবাইদ স্কুল এন্ড কলেজ সংলগ্ন একটি বাড়িতে ২৯ অক্টোবর রাতে চুরির ঘটনা ঘটেছে, ঘটনার দুই দিন পর আজ থানার চুরির বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক আশিষ ঘোষ,
অভিযোগ সুত্রে জানা গেছে প্রতিদিনের নেয় ২৯ তারিখ রাত বাড়ির মালিক আশিষ ঘোষ তার বাড়ির উঠানে গরু খামারে গরু পাহাড়া দিচ্ছিলেন হটাৎ উঠানে রাত ০৩ ঘটিকার সময় কেউ হাটা চলা করছে টের পেলে সে সামনে এগিয়ে দেখে স্থানীয় হারবাইদ গ্রামের জাকির এর বাসার ভাড়াটিয়া সোহেল (২৫), এ সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অসংলগ্ন কথা বার্তা বলতে থাকে,
পরে স্থানীয় প্রভাবশালী লোকজন পরে বিষয়টি মিমাংসা হবে মর্মে সোহেল কে ছাড়িয়ে নিয়ে যায়,
কিছুক্ষন পর ভিকটিম রুমে প্রবেশ করে দেখেন যে তার ঘড়ে থাকা স্টিলের আলমারি ভাংগা, এবং আলমারিতে থাকা ১৬ ভরি সর্ণালংকার নগদ অর্ধলক্ষ টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে ।
আজ দুই দিনেও কোন সমাধান না হওয়ায় থানায় অভিযোগ করেন ভিকটিম, পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।