পূর্বধলার চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নাজমা আক্তার

মোশারফ হোসেন জসিম পাঠান: 

নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার ৬ নম্বর পূর্বধলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বুলবুলের বিরুদ্ধে নেত্রকোনা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নাজমা আক্তার।

সূত্রে জানা যায়, ২২ জুলাই ২০২৫ ইং তারিখে নাজমা আক্তার বাদী হয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি উল্লেখ করেন যে, তাঁর স্বামীর ডিভোর্স থাকার দুর্বলতাকে সুযোগ নিয়ে চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বিভিন্ন সময় তাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। মহিলা মেম্বার প্রস্তাবে রাজি না হওয়ায় চেয়ারম্যান তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে ফেলার চেষ্টা করেন।

অভিযোগে আরও জানানো হয়েছে, এই পরিস্থিতির কারণে পরিষদে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং মহিলা মেম্বারকে পরিষদের বিভিন্ন কার্যক্রম থেকে দূরে রাখা হয়। পরিস্থিতির তীব্রতা এমন পর্যায়ে পৌঁছে যে, নাজমা আক্তার এক পর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে পূর্বধলা হাসপাতাল নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করেন। পরে সুস্থ হয়ে ফিরে অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ভুক্তভোগী পরিবার জেলা প্রশাসকের যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *