পেনাল্টি মিসে বছরের শেষ ম্যাচ জিততে পারল না ব্রাজিল

স্বাধীন স্পোর্টস ডেস্ক: 

সুন্দর ফুটবল খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফ্রান্সের লিলে মঙ্গলবার রাতের প্রীতি ম্যাচে তারা তিউনিসিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল দলের ফুটবল ছিল দাপুটে, কিন্তু চেনা ছন্দ দেখানোয় ব্যর্থ হয়। লক্ষ্যহীন আক্রমণ এবং দলের মধ্যে সমন্বয়ের অভাব স্পষ্ট ছিল। ভুল পাসের কারণে তাদের আক্রমণ বারবার তাল হারায়, আর কাঙ্ক্ষিত গোলটি আসতে বিলম্ব হয়।

ম্যাচের ২৩ মিনিটে তিউনিসিয়া এক দারুণ প্রতি-আক্রমণে গোল করে এগিয়ে যায়। হাজেম মাসতৌরির সেই গোল ব্রাজিলের খেলার ছন্দকে চ্যালেঞ্জ দেয়। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে তিউনিসিয়া দলের ভুলে ব্রাজিলকে পেনাল্টি উপহার দেয়। এস্তেভাও সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন এবং দলের সমতায় ফেরান।

বিরতির পরও ব্রাজিল আক্রমণের ধারা অব্যাহত রাখে। দল বারবার সুযোগ তৈরি করলেও প্রত্যাশিত গোলের দেখা পায় না। ম্যাচের ৭৮তম মিনিটে একটি পেনাল্টি পায় ব্রাজিল। তবে লুকাস পাকেতা সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হন। এর ফলে ব্রাজিলকে ১-১ ড্রতে সন্তুষ্ট থাকতে হয়।

এই ম্যাচে ব্রাজিলের ফুটবলপ্রেমীরা আশা করেছিলেন দলের ধারাবাহিক এবং শৃঙ্খলাপূর্ণ খেলা দেখা যাবে, কিন্তু লক্ষ্যহীন আক্রমণ এবং সমন্বয়ের অভাবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ম্যাচ শেষে কোচ কার্লো আনচেলত্তি দলকে সমন্বয় ও আক্রমণে আরও ধারাবাহিকতা আনার পরামর্শ দেন। তিউনিসিয়ার প্রতিরক্ষা শক্তি এবং দ্রুত প্রতি-আক্রমণও ব্রাজিলের চ্যালেঞ্জ হিসেবে প্রমাণিত হয়েছে।

ব্রাজিলের এই ড্র ম্যাচের মাধ্যমে দেখা গেছে, বড় প্রতিদ্বন্দ্বিতায় ধারাবাহিকতা ধরে রাখা কতটা গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *