ফতুল্লার আলীগঞ্জ ক্লাব আ.লীগ-পলাশকে পুনর্বাসনে ব্যবহৃত হচ্ছে

মোহাম্মদ হোসেন হ্যাপী: 

নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে ফুটবল টুর্নামেন্টের আড়ালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে শ্রমিক লীগ নেতা কাওছার আহমেদ পলাশের অনুসারীরা। পাশাপাশি বিএনপির ক্লিন ইমেজের নেতাদের অতিথি করে বিতর্কিত তৃণমূলের নেতাকর্মীদের। স্থানীয়রা এমন দাবি করছেন। স্থানীয় বিএনপির তথ্য অনুযায়ী, বিতর্কের ধারাবাহিকতা ধরে রাখতেই আলীগঞ্জ মাঠে শ্রমিক লীগ নেতা কাওছার আহমেদ পলাশের প্রতিষ্ঠিত আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয়েছে নুর মোহাম্মদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

আগামী ১২ অক্টোবর আলীগঞ্জ ক্লাব মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রধান অতিথি: জনাব মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ ফুটবল দল।
জনাব আলহাজ্ব নূরুল ইসলাম, মেম্বার আবিদ।
তারিখ: ১২ অক্টোবর ২০১৫, রোজ রবিবার
সময়: দুপুর ২.০১ মিনিট
স্থান: আলীগঞ্জ খেলার মাঠ।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক।
ফাইনাল খেলার সভাপতিত্ব করবেন: আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম মেম্বার।

স্থানীয়রা জানায়, নব্বই দশকের শুরুর দিকে দাপা এলাকার উপর হামলা করতে গিয়ে পাল্টা হামলায় নিহত হন নুর মোহাম্মদ। তৎকালীন ছাত্রলীগ নেতা কাওছার আহমেদ পলাশ নুর মোহাম্মদকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে পালিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। সেই প্রয়াত নুর মোহাম্মদকে পুঁজি করে নতুন করে রাজনীতি শুরু করেন পলাশ।

নুর মোহাম্মদের মৃত্যুর পর প্রথম দু’এক বছর নুর মোহাম্মদের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এরপর দীর্ঘদিন এটি বন্ধ থাকার পর গত চার বছর ধরে আবারও সেই টুর্নামেন্ট আয়োজন করছেন শ্রমিক লীগ নেতা কাওছার আহমেদ পলাশ। আর এই কাজে ব্যবহার করার জন্য প্রতিষ্ঠা করেছেন আলীগঞ্জ ক্লাব।

স্থানীয়রা জানায়, আলীগঞ্জ ক্লাব প্রতিষ্ঠার পর থেকে নানা বিতর্কের জন্ম দিয়েছে। এই ক্লাবকে আওয়ামী লীগের দুর্গ হিসেবে ব্যবহার করা হতো। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর, আলীগঞ্জ ক্লাবকে পূর্নবাসনে ব্যবহার করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের অবস্থান শক্ত করতে কৌশল অবলম্বন করছে শ্রমিক লীগ নেতা কাওছার আহমেদ পলাশ সমর্থিত স্থানীয় একটি মহল। এই মহলটি বিএনপি নেতাদের বিতর্কিত করতে এবং আওয়ামী লীগ নেতাদের প্রতিষ্ঠিত করতে শ্রমিক লীগ নেতা পলাশের নির্দেশ অনুসারে টুর্নামেন্টের আয়োজন করেছে।

এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের মোঃ আবু জাফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *