মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে ‘ক’ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামানের সরাসরি তত্বাবধানে ফতুল্লা থানার এস আই মোঃ রেহানুল ইসলাম ও এএসআই কালামসহ একটি চৌকস দল দাপা ইদ্রাকপুরে ব্যাংক কলোনীতে অবস্থিত জনৈক ইসারত এর বাড়ির ভাড়াটিয়া ১। মিজান (৫৫) কে ০৫ (পাঁচ) কেজি গাঁজা সহ বুধবার ১২ নভেম্বর সন্ধ্যা ০৫.৩৫ ঘটিকায় গ্রেফতার করে। ধৃত মাদক কারবারি মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট মাদক সাপ্লাই চেইন ও অর্থের উৎস ইত্যাদি বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।