ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
০৬ ডিসেম্বর ২০২৫ইং (শনিবার) দিবাগত রাত ১২.১৫ ঘটিকায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ হতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসারকে জানায় যে, পূর্ব ইসদাইর সাকিনস্থ চাষাড়া রেল লাইন ফরিদা ক্লিনিক এর পিছনে জনৈক নাসির সাহেবের বাড়ীর (৫২ ঘর নামে পরিচিত) হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভিতরে সাগর নামে একজনকে অজ্ঞাতনামা লোকজন আটক করে রেখেছে । উক্ত সংবাদের ভিত্তিতে ডিউটি অফিসার ঈগল-২ নাইট ডিউটিতে থাকা এসআই,মোহাম্মদ কামরুজ্জামনকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলেন। এসআই,মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ দিবাগত রাত অনুমান ১২.৩৫ ঘটিকার সময় ফতুল্লা মডেল থানাধীন পূর্ব ইসদাইর সাকিনস্থ চাষাড়া রেল লাইন ফরিদা ক্লিনিক এর পিছনে জনৈক নাসির সাহেবের বাড়ীর (৫২ ঘর নামে পরিচিত) হরমুজ মুন্সীর ভাড়াকৃত ঘরের ভিতর থেকে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরী ম্যাগজিন ভর্তি একটি পিস্তল, যার সমগ্র বডি ঘষা মাজা করা এবং ম্যাগাজিনের ভিতরে একটি গুলি যার অগ্রভাগ (বুলেট) বিহীন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন। স্থানীয় জনগণকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ০৫ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় স্থানীয় ইসদাইর এলাকার রাজ্জাক গ্রুপের অনুসারী মাহফুজুর রহমান শুভ (১৯) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি হরমুজ মুন্সীর ঘরে প্রবেশ করে তার নাতি হানিফ (২২) একটি মোবাইল এনেছে এই অজুহাতে হরমুজ মুন্সীর ঘরে থাকা আসবাবপত্র এলোমেলো করে এবং মোবাইল ফোন না পেয়ে ঘরে থাকা ব্যক্তিদের মারধর করে বের করে দিয়ে দরজা আটকিয়ে চলে যায়।
এরই ধারাবাহিকতায় ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ বিকেল ৪.৩০ ঘটিকায় ‘ক’ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব মোঃ আনোয়ার হোসেনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজ্জাক(৪৫), পিতা- এরশাদ এর দখলে থাকা ঘর তল্লাশি করে ম্যাগাজিন ০২টি, গুলি ০৩ রাউন্ড, খেলনা পিস্তল ০১টি, সুইচ গিয়ার চাকু ০১টি, স্টিলের তৈরি ছোরা ০৪ টি, দা ০১ টি এবং গাজা ০১ কেজি উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা করেন। রাজ্জাক এর নামে ০১ টি অস্ত্র মামলা ও রাজ্জাক এর ছেলে ওয়াসিম (২২) এর নামে ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, রাজ্জাক(৪৫) এর নামে হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।