ফরিদগঞ্জে কৃষিজমিতে গৃহবধূকে ধর্ষণচেষ্টা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:

ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের তুলাতলী বাজার এলাকায় এক গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে।

প্রতিবেশীদের অভিযোগ, ধর্ষণচেষ্টার ঘটনার পর ভুক্তভোগী ওই গৃহবধূ স্বামীর মারধরের শিকার হয়েছেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য ছোটখাটো ঘটনা হিসেবে বিবেচনা করে সালিশি বৈঠক ডেকেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভুক্তভোগী গৃহবধূর স্বামী জানান, তিনি দিনমজুরের কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন বিকালে তার স্ত্রী বাড়ির পাশের কৃষিজমি থেকে কচুশাক তুলতে গেলে ওই এলাকার মৃত হানিফ পাটওয়ারীর ছেলে সোহাগ পাটওয়ারী তাকে ধর্ষণের চেষ্টা করে।

ঘটনার পর স্বামী বলেন, “আমি লোক সমাজে মুখ দেখাতে পারি না। আমার স্ত্রী ও সন্তান নিয়ে অনেক বেকায়দায় আছি। আমাদের মেম্বার বলেছেন সমাধান করে দিবেন, তবে আমরা বিচারপ্রত্যাশী।”

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

স্থানীয়দের উদ্বেগ, এ ধরনের ঘটনা নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর প্রশ্ন তোলে। তারা আশা করেন, ভুক্তভোগীর জন্য দ্রুত ন্যায্য বিচার নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *