ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, তবুও গ্যাস সংকট কাটেনি: নবীউল্লাহ নবী

স্টাফ রিপোর্টার:

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় শহীদ ফারুক সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী, গৃহিণী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ নানা পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

আদর্শ পঞ্চায়েত সর্দার আলহাজ হাফেজ মো. তাজউদ্দিন মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন। তিনি গ্যাসের সংকট ও এলাকাবাসীর দাবিগুলো বিস্তারিত তুলে ধরেন, বিভিন্ন উপাত্তের মাধ্যমে বর্তমান পরিস্থিতির বাস্তবচিত্র উপস্থাপন করেন।

এরপর মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী। তিনি বলেন,

“বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। এরপর ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে, তবুও গ্যাস সংকট কাটেনি। বরং দিনে দিনে ভোগান্তি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন এলাকাবাসী। কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে গ্যাস না পেলেও প্রতি মাসের বিল দিতে হচ্ছে। জনগণের এই ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষকে অবশ্যই সমাধানমূলক ব্যবস্থা নিতে হবে। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দেব।”

নবীউল্লাহ নবী আরও বলেন,

“দীর্ঘদিন ধরে চলমান এই গ্যাস সংকটের কারণে প্রতিটি পরিবার ভুগছে। বাসাবাড়িতে চুলা জ্বলছে না, যার ফলে মানুষকে শুকনো খাবার বা হোটেল-রেস্তোরাঁ থেকে খাবার কিনে খেতে হচ্ছে। যদি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নেয়, আমরা এলাকাবাসীকে নিয়ে তিতাস গ্যাসের অফিস ঘেরাও করব।”

মানববন্ধনে দক্ষিণ যাত্রাবাড়ীর ১নং পঞ্চায়েতের বড় সর্দার এসএম আনোয়ার আইয়ুব বলেন,

“গ্যাস সংকটের কারণে ঝুঁকি নিয়ে বাসাবাড়ির ছাদ, বারান্দা ও কক্ষে কেউ কেউ লাকড়ির চুলা ব্যবহার করছেন, কেউ সিলিন্ডার গ্যাসে রান্না করছেন। এলাকার পুরনো গ্যাস পাইপলাইনও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।”

এলাকাবাসীর অভিযোগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত ৫০নং ওয়ার্ডের শহীদ ফারুক সড়ক (খানকা শরীফ মসজিদ থেকে পশ্চিমে ওয়াসা রোড), দক্ষিণ পাশের সুরুজ নগর, জেলেপাড়া মন্দির গলির জান্নাতুল উম্মাহ মাদ্রাসা এলাকা, ফুলকুঁড়ি আইডিয়াল হাই স্কুল এলাকা, চন্দনকোঠা নতুন কুঁড়ি হাই স্কুল এলাকা, চানতাঁরা মসজিদ চারপাশ, নবী নগর ঈদগাহ এলাকা এবং মেডি বাংলা হাসপাতালের উত্তর পাশে তীব্র গ্যাস সংকট চলছে।

মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন ডা. আবদুল মাজেদ, হাজী আব্দুস সালাম, সুরুজ, হাজী আব্দুল গনি, মিসেস নুর তাজ বেগম, হাজী দেলোয়ার, মো. নাজিমুদ্দীন রনি, হাজী আজিজুল হক আরজু, হাজী সাবের হোসেন সর্দার, হাজী শওকত হোসেন, মুসফিকুর রহমান টিপু, শেখ সুলতান পারভেজ, মো. সালেহ আহমেদ প্রমুখ।

এ কর্মসূচি থেকে স্পষ্ট, দীর্ঘদিনের গ্যাস সংকটের কারণে দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দারা নীরব সহ্য করতে পারেননি। এলাকায় তীব্র ভোগান্তি, আর্থিক ক্ষতি এবং নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়েছে। এলাকাবাসী জানান, কর্তৃপক্ষ অবিলম্বে সমস্যার সমাধান না করলে কঠোর আন্দোলনের পথে তারা এগোবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *